সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৮ নম্বর ভাদেশ্বর ইউপিসহ দেশ ও প্রবাসের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং আসন্ন ৮ নম্বর ভাদেশ্বর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু সুফিয়ান উজ্জল। আবু সুফিয়ান উজ্জল শুভেচ্ছা বার্তায় জানান, কালের গহ্বরে হারিয়ে গেল আরো একটি বছর। নতুন প্রভাতের আলো নিয়ে দুয়ারে হাজির নতুন আরেকটি বছর। শতাব্দির ভয়াবহ মহামারির কবলে পড়া বিদায়ী ২০২০ সালটি যেন ছিল এক বিষময় বছর। মহামারির বিষাক্ত ছোবলে এক বছরে পৃথিবী নামের ব্যস্ত এক গ্রহ অচেনা রূপ পেয়েছে। সর্বগ্রাসী করোনা এ পর্যন্ত কেড়ে নিয়েছে ১৮ লাখের বেশি মানুষের জীবন। আট কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। খাতা-কলমের এই হিসাবের বাইরে মৃত্যু আর শনাক্তের সংখ্যা আরো ঢের বেশি। বিদায়ী বছরটি বিশ্ববাসীর মতো বাংলাদেশেও ছিল ঘটনাবহুল। নতুন বছরটি যেন সমাজের প্রতিটি মানুষের মন থেকে গ্লানি, অনিশ্চয়তা, হিংসা, লোভ ও পাপ দূর করে। রাজনৈতিক হানাহানি থেমে গিয়ে সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে। নতুন বছরে মুক্তিযুদ্ধের আদর্শে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, সমৃদ্ধ-শান্তিপূর্ণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’ প্রতিষ্ঠার পাশাপাশি নতুন বছর সবার জন্য অমিত সম্ভাবনা, প্রত্যাশিত প্রাপ্তি ও করোনা মুক্ত হবে এমটাই সবার চাওয়া।
Leave a Reply