করোনা ভাইরাসের কারনে সৌদি আরবে দিন দিন বেড়েই চলছে বেকার প্রবাসীদের সংখ্যা। পবিত্র শহর মক্কাতে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রায় ৯০% রেমিটেন্স যোদ্ধা বেকার হয়ে পড়েছেন। ফলে তারা নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় বিশেষ প্রনোদনা দিয়ে প্রবাসীদের এই দূরসময়ে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন তারা। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মরভূমির দেশ সৌদি আরব।করোনার পূর্বেই দেশটির সরকারের সৌদিকরন নীতি বাস্তবায়নের ফলে কর্ম হারিয়েছিলেন অনেক প্রবাসী কিন্তু করোনা ভাইরাস যেন প্রবাসীদের ওপর মড়ার উপর খাঁড়ার ঘা- এর মত আঘাত করল। যার ফলে দিন দিন দেশটিতে বৃদ্ধি পাচ্ছে কর্মহারা বাংলাদেশিদের সংখ্যা। এই মহামারিটি শুরু হওয়ার পর পবিত্র মক্কা নগরীতেই ৯০% বাংলাদেশি বেকার হয়ে পড়েছেন। এদের মধ্যে অনেকেই দেশে যাবার জন্য চেষ্টা করছেন, কিন্তু বিমানের ফ্লাইট চালু না থাকায় যেতে পারছেন না তারা। এঅবস্থায়, রেমিটেন্স যোদ্ধাদের দেশে যাওয়া ঠেকাতে বিশেষ প্রনোদনা দিয়ে তাদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন প্রবাসীরা। যাতে ঘুরে দাঁড়িয়ে রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখতে পারে তারা। দ্রুতই করোনা ভাইরাসের সমস্যা কাটিয়ে দেশটিতে সুষ্ঠু কর্ম পরিবেশের সৃষ্টি হবে। প্রবাসীরা নতুন চাকরিতে যোগদান করবে। এমন প্রত্যাশা সকলের।
Leave a Reply