সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল এ উপলক্ষে বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী থাকাকালীন তার বিভিন্ন উদ্যোগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
পরে তার আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত মোনাজাতে মরহুমের জামাতা নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং এন আর বি এসোসিয়েশন ইউ এস এর চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ও পরিবারের অন্যান্য সদস্যসহ দেশের ধর্ম-প্রাণ মুসল্লিরা অংশ নেন।
এছাড়াও গোপালগঞ্জে মরহুমের নিজ বাড়িতে এবং দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। শেখ মো. আবদুল্লাহ ১৯৪৫ সালে গোপালগঞ্জ জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯-এর গণঅভ্যুত্থান ও ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি মুজিব বাহিনীতে যোগদান করে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর তিনি গোপালগঞ্জ জেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তিনি ২০২০ সালের ১৩ জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বৎসর বয়সে ইন্তেকাল করেন।
Leave a Reply