দক্ষিণ আফ্রিকার ব্লুমফনন্টিন শহরের একটি লোকেশনে সন্ত্রাসীদের গুলিতে সজল খান নামে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় এক বাংলাদেশী জানান, গত সোমবার দুপুরে একটি লোকেশনে মালামাল ডেলিভারী দিতে গেলে সেখানে ওতপেতে থাকা সন্ত্রাসীরা সজলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে বুলুমপনটিনের পিলোনোমী হসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত সজল খাঁনের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা উপজেলা। তিনি ফ্রি স্টেট প্রভিন্সের ব্লুমফন্টেইন শহরের চেকআউট শপিং মলে থাকতেন।
Leave a Reply