এবার যুক্তরাজ্যেও করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১৮৫ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। এই নিয়ে দেশটিতে মোট ৭৬৯ জন মারা গেলো।
দেশটিতে আক্রান্তের সংখ্যাও লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৫৭৯-তে পৌঁছেছে।
৫ দিন আগে গত রবিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন হুঁশিয়ারি দিয়েছিলেন, যুক্তরাজ্যের পরিস্থিতিও ইতালির মতোই ভয়াবহ হতে চলেছে। আর মাত্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই যুক্তরাজ্যের অবস্থাও ইতালির মতোই ভয়াবহ হবে।
সেদিন পর্যন্ত যুক্তরাজ্যে ২৪০ জন মারা গিয়েছিলো। আর আক্রান্ত হয়েছিলো ৫ হাজার ১৮ জন।
এরপর মাত্র ৫ দিনের মধ্যেই আজ সেদেশে মৃত্যুর সংখ্যা ৭৬৯ আর আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৫৭৯ জন। প্রতিদিন প্রায় ২ হাজার জন করে আক্রান্ত বাড়ছে।
Leave a Reply