মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় আব্দুল কাদির নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে দেশটির ইপো জেলার আইটায়ার গ্রামের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, শুক্রবার বন্ধুদের সঙ্গে খাবার খেতে হোটেলে যান। সেখান থেকে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় এই রেমিটেন্স যোদ্ধার। নিহত আবদুল কাদিরের বাড়ি নেত্রকোনা মদন উপজেলার ফতেপুর ইউপির ফতেপুর আগপাড়া গ্রামে। তার পিতার নাম, আবদুল জহুর। বর্তমানে তার মরদেহ স্থানীয় হাসপাতালের হিমাঘরে রাখা হয়েছে। ভাগ্য পরিবর্তনের আশায় ২০১০ সালে দেশটিতে গিয়েছিলেন এই বাংলাদেশি।
Leave a Reply