বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নৃশংস হামলার প্রতিবাদে ব্রাসেলসে ইউরোপিয়ান কমিশনের সদর দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় আজ বেলা ১২ টায় বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশী হিন্দুদের সক্রিয় অংশগ্রহণে বিক্ষোভ সভার আয়োজক ছিল হিন্দু ফোরাম অফ বেলজিয়াম, ইস্কন বেলজিয়াম, হিউমেন রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস ইউরোপ। শুরুতে সহিংস ঘটনায় মৃত ব্যক্তিদের অমর মোক্ষলাভের কামনায় ইস্কনের ভক্তদের কীর্তন ও সমিতা দত্তের পরিচালনায় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বিক্ষোভ সভাটি পরিচালনা করেন, হিউমেন রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস , ইউরোপে’র এক্সিকিউটিভ ডিরেক্টর, মানবাধিকার কর্মী মানিক পাল। এতে বক্তব্য রাখেন, ইস্কন ইউরোপের কমিনিউকেশন প্রধান মার্টিন গর্ভেচেস (মহাপ্রভু), ইস্কন বেলজিয়ামের সভাপতি অবিনাশ ওরি, হিন্দু ফোরাম অফ বেলজিয়ামের সভাপতি রবীন্দ্র সিং, পিবিডি’র’ সদস্য হিসেবে এন্তোরপেনের একটি ডিস্ট্রিকের মনোনীত কমিশনার শায়লা শারমিন, ডঃ দেবাশীষ সাহা, তপন রায় ও প্রেম কাপুর।ইস্কন ইউরোপের কমিনিউকেশন প্রধান মার্টিন গর্ভেচেস (মহাপ্রভু) তার বক্তব্যে, হিন্দুদের ওপর আক্রমনকে অমানবিক উল্লেখ করে ইস্কন সন্ন্যাসী হত্যার তীব্র প্রতিবাদ জানান। এছাড়াও বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি সাহিদুল হক, সাম্প্রতিক দাঙ্গা ঘটানোর জন্য বিরোধী দল এবং মৌলবাদী সংগঠনগুলোকে দায়ী করেন। বিক্ষোভ সমাবেশে, বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন চৌধুরী, পাকিস্তানের মানবাধীকার কর্মী ওসমান ইউসুফ, ড. মিথুন রায়, চয়ন রায়, মাহফুজ সিকদার, নয়ন রায়,খোকন শরিফ,আখতারুজ্জামান ও ভারত, নেপালসহ বিভিন্ন দেশের হিন্দু এবং মানবধিকার কর্মীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত শুক্রবার এই তিনটি সংগঠনের নেতৃত্বে ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছিল।
Leave a Reply