মহামারি করোনা ভাইরাসে গত একদিনে বিশ্বে রেকর্ড ২ লাখ ৩০ হাজার ৩৭০ জন রোগী শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই তথ্য জানিয়েছে। এর আগে ডব্লিউএইচও’র পক্ষ থেকে বলা হয়, গত ১০ জুলাই বিশ্বে একদিনে ২ লাখ ২৮ হাজার ১০২ জনের যে করোনা শনাক্ত হয় তা এতদিন ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত রোগীর সর্বোচ্চ সংখ্যা ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, এসব শনাক্ত রোগীদের মধ্যে বেশিরভাগ যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকার। গত ২৪ ঘণ্টায় আমেরিকা মহাদেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৪২ হাজারের বেশি জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় ৩৩ হাজারের বেশি জন এবং ইউরোপে প্রায় ১৯ হাজার। জনস হপকিন্স ইউনিভার্সিটির দেয়া তথ্য অনুসারে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটি ২৯ লাখের বেশি মানুষ। এতে মারা গেছে ৫ লাখ ৬৯ হাজার ১২৮ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ লাখের বেশি জন। মারা গেছে ১ লাখ ৩৫ হাজারের বেশি জন। এরপরে অবস্থান ব্রাজিলের। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ১৮ লাখ ছাড়িয়েছে। মোট মৃত্যু হয়েছে ৭২ হাজারের বেশি।
এরপরে আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে আক্রান্ত ৮ লাখ ৭ হাজারের বেশি। এতে মারা গেছে ২৩ হাজার ১৭৪ জন।
Leave a Reply