আমেরিকার প্রাচীনতম সংগঠন বাংলাদেশ লীগ অফ আমেরিকার কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার ২৭শে জুন ২০২২ জামাইকার একটি রেষ্টুরেন্টে আয়োজিত সভায় এ কমিটি গঠন করা হয়। সংগঠনের সভাপতি বেদারুল ইসলাম বাবলার সভাপতিত্বে, সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী। বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, অর্থ সম্পাদক সৈয়দ মুকুল হক, মোহাম্মদ শফিকুল ইসলাম, লায়ন শাহিদা সিকদার হাই, আব্দুল ওয়াদুদ, বিউটি ইয়াছমিন, সৈয়দ সাকিল হক, আনোয়ারুল হক লাভলু, নুরুন্নাহার লুসি হাসান ও আমিনুল ইসলাম কলিন্স। বক্তারা, সম্প্রতি বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তহবিল সংগ্রহের উপর আলোকপাত করলে, উপস্থিত সবাই মানবতার কাজে হাত বাড়িয়ে দেওয়ায় তাৎক্ষনিক একটি বড় ফান্ড তৈরী করা হয়। পরে সদস্যরা ২০২২-২৫ মেয়াদের একটি নতুন কার্যকরী কমিটি গঠনের আহ্বান জানালে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে সংগঠনের সভাপতি, বেদারুল ইসলাম বাবলা পুরাতন কমিটিকে বিলুপ্তি ঘোষণা করে, আবার উনারই নের্তৃত্বে সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহীন চৌধুরীকে নিয়ে একটি সাবজেক্ট কমিটি গঠন করেন। তিন সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটি বিস্তারিত আলোচনা শেষে ২০২২-২৫ মেয়াদের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করলে উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দের সর্বসম্মতিতে তা অনুমোদিত হয়। এতে শাহিদা সিকদার হাইকে সভাপতি ও সৈয়দ শাকিল হককে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।নতুন কমিটির উপদেষ্টামণ্ডলীর প্রধান হয়েছেন, বেদারুল ইসলাম বাবলা, উপদেষ্টা হিসেবে রয়েছেন, জাকারিয়া চৌধুরী ও শাহীন চৌধুরী। কমিটিতে স্থান পাওয়া অন্যরা হলেন, সহ-সভাপতি, আব্দুল কাদের মিয়া, সৈয়দ মুকুল হক, আনোয়ারুল হক লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম কলিন্স, আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক, সুব্রত তালুকদার, অর্থ সম্পাদক, আলী হাসান, সাংস্কৃতিক সম্পাদক, শারমিন রেজা ইভা, যোগাযোগ বিষয়ক সম্পাদিকা, বিউটি ইয়াছমিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদিকা, নুরুন্নাহার হাসান লুসি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, শিলা মুহিত ও নির্বাহী সদস্য আজহারুল ইসলাম লিটন। পরবর্তী ১৫ দিনের মধ্যে সংগঠনের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
Leave a Reply