বতসোয়ানা আওয়ামী লীগের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, মো: তরিকুল ইসলাম বাবুল। স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিন আফ্রিকা আওয়ামী লীগের সভাপতি ডা.লুৎফর রহমান রুপম ও সাধারন সম্পাদক আব্দুল আউয়াল তানসেন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের মধ্যে বতসোয়ানার সকল প্রাদেশিক কমিটির অনুমোদন দিয়ে সম্মেলনের তারিখ নির্ধারন করে দক্ষিন আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামী লীগকে অবহিত করার নির্দেশ প্রদান করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক, লিয়ন লোকমান হাকিম, মো: সুমন, সদস্য পদে রয়েছেন, মো: নাজিম উদ্দিন, কাজী আলী আকবর, মো: শামীম আহমেদ ও মো: আতিক খাঁন। আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর তরিকুল ইসলাম বাবুল বলেন, আমাকে যেহেতু আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে চেষ্টা করব দলকে আরও শক্তিশালী করে বতসোয়ানার মাটিতে বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বতসোয়ানাসহ আফ্রিকার বিভিন্ন দেশে যারা ষড়যন্ত্র করছে তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। আহ্বায়কের দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বতসোয়ানার বিভিন্ন প্রাদেশিক অঞ্চলের নেতারা।
Leave a Reply