ঢাকায় জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক দেশে আরো একটি ১৫ই আগষ্ট ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা ছাত্রদল ক্যাডারদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা। স্থানীয় সময় বুধবার রাতে রাজধানী দোহার একটি হোটেলে কাতার আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কাসেমের সভাপতিত্বে, সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রাইয়ান খন্দকার।
প্রতিবাদ সভার প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, উপদেষ্টা মোঃ কফিল উদ্দিন, সৈয়দ আনা মিয়া, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, মোস্তাফিজুর রহমান রিপন, এম মালেক, বদরুল ইসলাম ও মোঃ এনামুজ্জামান সহ অনেকে। বক্তারা বলেন, পদ্মা সেতুসহ শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিএনপি ও তার কথিত সহযোগীরা দেশে এবং বিদেশে অরাজকতা সৃষ্টি করার পায়ঁতারা করছে।
Leave a Reply