সের্গেই লাভরভ আরও বলেন, ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকিও রয়েছে যথেষ্ট। তবে মস্কো কৃত্রিমভাবে সৃষ্ট এ ধরনের সংঘাতের ঝুঁকি এড়াতে চায়। আমি কৃত্রিমভাবে সে ঝুঁকি বাড়াতে চাই না। তবে অনেকেই তা চাইবেন।’ পারমাণবিক সংঘাতের ঝুঁকি নিয়ে তিনি বলেন, ‘বিপদটি গুরুতর, বাস্তব এবং আমাদের এটিকে অবমূল্যায়ন করা উচিত নয়।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কামান, যুদ্ধবিমানসহ ভারী অস্ত্রের জন্য পশ্চিমা দেশগুলোর কাছে আবেদন জানিয়ে আসছেন। আরও অস্ত্র পেলে তাঁর সেনারা যুদ্ধের গতি বদলে দিতে পারবেন বলে যুক্তি দিচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ব্যাপারে আলোচনার জন্য আজ যুক্তরাষ্ট্রের উদ্যোগে পশ্চিমা ৪০টি দেশ জার্মানিতে বৈঠকে মিলিত হচ্ছে।
Leave a Reply