নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের সারাদেশের পরিচালকসহ (তত্ত্বাবধায়ক) দুইজনকে গ্রেফতার করেছে নীলফামারী ডিবি পুলিশ। বুধবার মধ্যরাতে জলঢাকা উপজেলায় পৃথক দুইটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় চারটি মোবাইল ফোন ও সাতটি সিম কার্ড।
গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আফজালুল ইসলাম জানান, জলঢাকা উপজেলা শহরের বগুলাগাড়ি বারঘড়িপাড়া এলাকার মিলনের বাড়িতে বড় ধরণের নাশকতার পরিকল্পনার প্রস্তুতির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয় সেখানে। এ সময় নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের সারাদেশের পরিচালক (তত্ত্বাবধায়ক) সাইফুলকে গ্রেফতার করা হয়। পরে নীলফামারী সদরের শিংদই এলাকা থেকে সহযোগী জিকরুলকে গ্রেফতার করা হয়। জিকরুল নীলফামারী জেলায় প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ঘটনায় জলঢাকা থানার উপ-পরিদর্শক নেছার আলী তিতুমীর বাদি একটি মামলা করেছেন।
Leave a Reply