সমস্যা যেন পিছু ছাড়ছে না পাকিস্তানের ক্রিকেটার উমর আকমলের। নানা কারণে সমালোচিত এই ক্রিকেটারের ওপর এবার নেমে এলো মরার ওপর খাড়ার ঘায়ের মতো বিপদ। পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলার কথা ছিলো তার। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগের দিন ক্রিকেটে নিষিদ্ধ হলেন তিনি। এবার পিএসএলে চুক্তির অগ্রিম টাকাও ফেরত দিতে বলা হলো পাকিস্তানের বিতর্কিত এই ব্যাটসম্যানকে।
পিএসএলে পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের চেক হস্তান্তর করে। যাতে খেলোয়াড়রা টুর্নামেন্টের টাকা সঠিক ভাবে পায়। অন্য লিগগুলোতে খেলোয়াড়দের পাওনা পরিশোধ নিয়ে নানা বিতর্ক আছে, কখনও দেরিতে দেওয়া হয়। এসব সমস্যা এড়াতে চুক্তির ফি দেওয়ার দায়িত্ব পিসিবিই নেয়।
উমরের বিরুদ্ধে অভিযোগ, ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার পর সেটা গোপন করেছেন। দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গ করায় গত ২০ ফেব্রুয়ারি তাকে নিষিদ্ধ করে বোর্ড। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান। এ নিয়ে চার্জশিট এখনও দেয়নি বোর্ডের দুর্নীতিবিরোধী বিভাগ। তবে চার্জশিট পাওয়ার পর আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়ে রেখেছেন উমর, পুরো বিষয়টি সামলাতে একজন শীর্ষস্থানীয় আইনজীবী ঠিক করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে পাকিস্তানের একটি পত্রিকা এমন সংবাদ ছাপিয়েছে।
Leave a Reply