জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে, সভাটি পরিচালনা করেন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত তালুকদার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা,বিশিষ্ট বিজ্ঞানী, কাউন্সিলম্যান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, একুশে প্রদক প্রাপ্ত ডক্টর নুরুন্নবী। সভায় বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সাহিদা সিকদার হাই।
বক্তব্য রাখেন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম কলিন্স, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ শরীফ রাসেল, কার্যকরী সদস্য সাজ্জাদ হাসান, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ কুইন্স শাখার সহ-সভাপতি সমিরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক এ কে এম শফিকুল ইসলাম ও প্রচার সম্পাদক প্রবাল মির্জা।
বক্তারা, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদেরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার জোর দাবি জানান। এতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
Leave a Reply