জানা যায় গত ১২ জুলাই বাংলাদেশি তরুন জাবেদ পরিবারের অন্য সদস্যদের নিয়ে নিউজার্সির ওসেন সিটিতে আটলান্টিক সাগরে গোসল করতে যান। সৈকতে নামার পর সাগরের উত্তাল ঢেউ তার ছোট বোনকে টেনে নিয়ে যায়। এসময় বোনকে উদ্ধার করে কিনারায় আনার পরই, সমুদ্রের প্রবল ঢেউ-এ জাবেদ গভীর সমুদ্রে তলিয়ে যান। সাথে সাথে উপকূলীয় পুলিশকে জানালেও জাবেদকে উদ্ধার করতে পারেনি তারা। অবশেষে দীর্ঘ ৫ দিন পর, ১৮ জুলাই ভোরে লংপোর্ট ও ওসেন সিটির মধ্যে গ্রেট হারবর মোহনায় জেলেদের জালে এই বাংলাদেশি তরুনের লাশ ভেসে উঠে। পরে মৎস্যজীবীরা ৯১১ ফোন করলে, ডুবুরিরা এসে জাল থেকে জাবেদের অর্ধগলিত লাশ উদ্ধার করে। জাবেদ ইকবালের বাড়ি নোয়াখালীর চাঁটখিল উপজেলায় আত্মীয়-স্বজনের সাথে নিউজার্সি স্টেটের ক্লিমেন্টন সিটিতে বসবাস করতেন বাংলাদেশি এই যুবক।
Leave a Reply