এনআরবিসি ব্যাংক কিশোরগঞ্জ শাখার ১ম বর্ষপূর্তি ও ২য় বর্ষে পর্দাপন উপলক্ষে পিঠা উৎসব, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের রথখলায় উপস্থিত শাখাটির অভ্যন্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো: ইলিয়াস উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের শেয়ার হোল্ডার মোহাম্মদ আলী চৌধুরী মামুন। ১ম বর্ষ উদযাপন ও ২য় বর্ষে পর্দাপন উপলক্ষে সকল কর্মকর্তাদের নিয়ে কেক কাটেন প্রধান অতিথি। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে, ব্যবস্থাপক মো: ইলিয়াস উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে, ব্যাংকের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণকর কাজে কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে, ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারিরা রং বেরংঙের পোশাক পরিধান করে অংশ নেয়। উৎসবে উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিল
ভাঁপা, পাটিসাপটা, চিতই, দুধ চিতই, পাকন, সেমাই, মাংস, কুটুম, মিষ্টি বড়া, আন্দুসা, ভাজা নকশি, মিষ্টি পুলি, ভেজানো নকশি, কুসুম কুসুম, বিবিখানা, লবঙ্গ লতিকা, সোহাগী বড়া, রসের নকশি বিলাস, সুন্দরী কমলা, নকশি দোপাটি, ঝিনুক, শঙ্খসহ দেশীয় নানা মুখরোচক পিঠা। এসময়, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, বিভিন্ন ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, কিশোরগঞ্জ শাখার অধীন সকল উপশাখার ইনচার্জ, ব্যবসায়ী ও ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে, প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।
শেষে ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহনে মনোমুগ্ধকর সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। উল্লেখ্য, সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা দেয়ার প্রতিশ্রুতি নিয়ে ২০২০ সালের ১০ নভেম্বর কিশোরগঞ্জ শাখার উদ্বোধন করা হয়। ব্যবস্থাপক মো: ইলিয়াস উদ্দিনের ব্যাংকিং দক্ষতা ও সফল নেতৃত্বের ফলে শুরু থেকেই সাফল্য পাওয়ায় শাখাটির অধীনে ইতিমধ্যেই ৬টি উপশাখার উদ্বোধন করা হয়েছে।
Leave a Reply