ভালো নেই সৌদি আরবের মক্কায় অবস্থানরত বিভিন্ন শ্রেনি পেশার বাংলাদেশিরা। পবিত্র শহরটিতে অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা না আসায় কর্ম হারিয়েছেন অনেকে। ফলে বর্তমানে টাকা পয়সা শেষ হয়ে যাওয়ায় বিভিন্ন সমস্যার পড়েছেন এসব রেমিটেন্স যোদ্ধারা। বৈশ্বিক মহামারির করোনা ভাইরাসের কারনে স্থানীয় নাগরিক ও দেশটিতে বসবাসরত অভিবাসীদের মধ্য থেকে সীমিত সংখ্যক হাজীদের আসন্ন হজ আয়োজনের ঘোষনা দিয়েছে সৌদি সরকার। দীর্ঘদিন পর পবিত্র মক্কা নগরী থেকে ৩ মাসের লকডাউন উঠিয়ে নিলেও, সীমিতভাবে হজ আয়োজন করার ফলে শহরটিতে নেই বিভিন্ন দেশের হাজীদের পদচারনা। এতে হজের সাথে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ায় কর্মক্ষেত্র হারিয়েছেন অনেক বাংলাদেশি। ফলে বর্তমানে তারা অনাহারে দিন পার করছেন। এদিকে অনেক বাংলাদেশি জানান, কর্মক্ষেত্র হারানোর পর ফ্লাইট না থাকায় দেশে যেতে না পারা, পরিবারের জন্য টেনশনসহ বিভিন্ন কষ্টে দেশটিতে দিনযাপনের ফলে করোনার চাইতে স্ট্রোক করে বেশি মারা যাচ্ছেন প্রবাসীরা। এ অবস্থায় অধিক সংখ্যক ফ্লাইট চালু করার পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। প্রবাসীদের প্রত্যাশা, তাদের সবধরনের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহন করবে বর্তমান সরকার।
Leave a Reply