মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। আজ সকালে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মুক্তিযুদ্ধে শহীদদের ও বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী। এ সময়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পুষ্পস্তবক অর্পনের সময় সাবেক ছাত্রনেতা এসএম সাইফুল ইসলাম, সরকারী তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ ইব্রাহিম, বনানী থানা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক সোহেল মাহমুদ সিফাত, সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ নেতা মাইদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply