দেশ ও প্রবাসের সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুজিববর্ষ উদযাপন কমিটি বতসোয়ানার আহ্বায়ক ও বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি তরিকুল ইসলাম বাবুল। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে বাংলাদেশের পথচলা শুরু হয়। বিজয়ের ৪৯তম বছর পার করে ৫০’এ পৌছাঁলো দেশ, সাথে সাথে এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হচ্ছে। উন্নত, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তুলে লাখো শহীদের আত্মত্যাগকে সম্মান জানাতে সবার প্রতি আহ্বান জানান তরিকুল ইসলাম বাবুল।
Leave a Reply