দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জনে। বৃহষ্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ব্রিফিংয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৪০জন। মৃত্যুবরন করছেন ৩৯জন। করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, নিয়ম মেনে চলুন, মাস্ক পড়ুন। বাসায় সংক্রমিত কেউ থাকলে বাকি সবাই মাস্ক পড়ুন।
Leave a Reply