কোভিড-১৯ করোনাভাইরাসে কাঁপছে পুরো বিশ্ব। শনিবার (২১ মার্চ) সন্ধ্যা পর্যন্ত ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে ভাইরাসটি। প্রাণ নিয়েছে ১১ হাজার ৮৭৬ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৭৭৩ জন। তবে অলৌকিকভাবে মারাত্মক ছোঁয়াচে এই রোগের সংক্রমণ থেকে নিরাপদে আছে বিশ্বের ৪২টি দেশ। এই দেশগুলোর অধিকাংশই দরিদ্র কিংবা যুদ্ধপীড়িত।
বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার জানিয়েছে, এখনো অন্তত ৪২টি দেশ করোনা থেকে মুক্ত রয়েছে। এর মধ্যে ৩৮টি জাতিসংঘ অন্তর্ভুক্ত।
করোনামুক্ত দেশ ও অঞ্চলগুলো হলো-
১. মিয়ানমার।
২. বুরুন্ডি।
৩. বতসোয়ানা।
৪. বেলিজ।
৫. কেপভার্দে।
৬. কোট ডি’আইভায়ার।
৭. শাদ।
৮. কমোরোস।
৯. ডোমিনিকা।
১০. ইরিত্রিয়া।
১১. গ্রেনাডা।
১২. গিনি বিসাউ।
১৩. হাইতি।
১৪. হোলি সি।
১৫. কিরিবাতি।
১৬. লাওস।
১৭. লেসোথ।
১৮. লিবিয়া।
১৯. মাদাগাস্কার।
২০. মালাউই।
২১. মালি।
২২. মার্শাল দ্বীপপুঞ্জ।
২৩. মাইক্রোনেশিয়া।
২৪. মোজাম্বিক।
২৫. নাউরু।
২৬. নাইজার।
২৭. উত্তর কোরিয়া।
২৮. পালাউ।
২৯. পাপুয়ানিউগিনি।
৩০. সেন্ট ভিনসেন্ট।
৩১. গ্রেনাডাইন্স।
৩২. সাও টম অ্যান্ড প্রিন্সিপি।
৩৩. সিয়েরালিওন।
৩৪. সলোমন দ্বীপপুঞ্জ।
৩৫. দক্ষিণ সুদান।
৩৬. সিরিয়া।
৩৭. তাজিকিস্তান।
৩৮. পূর্ব তিমুর।
৩৯. টোঙ্গা।
৪০. তুর্কমিনিয়া।
৪১. টুভালু।
৪২. ইয়েমেন।
Leave a Reply