জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী বাবুল। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ও তার সুযোগ্য চার সহচরের বর্ণাঢ্য জীবনী প্রতিটি রাজনৈতিক কর্মী ও তরুণ প্রজন্মের কাছে রাজনীতি শেখার এক অমূল্য পান্ডুলিপি। উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জাতির জন্য দ্বিতীয় কলঙ্কজনক দিনটি ছিল ৩ নভেম্বর। এই দিনে, মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।
Leave a Reply