চীনের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে রাশিয়ার। তবুও দেশটি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। কিন্তু কি করে তা সম্ভব হলো!
প্রায় সাড়ে ১৪ কোটি জনসংখ্যার দেশ রাশিয়ায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত ২৫৩ জন এবং মৃতের সংখ্যা মাত্র একজন। যেখানে ছয় লাখ ২৮ হাজার জনসংখ্যার ধনী দেশ লুক্সেমবার্গে আক্রান্ত হয়েছে ৬৭০ জন এবং মারা গেছেন আট জন। ইতালিতে সাড়ে ছয় কোটি মানুষের মধ্যে আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৫৭৮ এবং মারা গেছেন চার হাজার ৮২৫ জন।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আগেই কঠোর ব্যবস্থা নেয়ার কারণে তার দেশ করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পেরেছেন এবং দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।করোনাভাইরাস নিয়ে রাশিয়া অনেক বেশি সতর্কতা অবলম্বন করছে। দেশটিতে সব ধরনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। যাতে বেশি মানুষ একসঙ্গে সমবেত হতে না পারে।
Leave a Reply