বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১১৪টি দেশে ১ লাখ ১৮ হাজার ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ২৯১ জন। করোনাভাইরাস ঠেকাতে দেশগুলোকে জরুরি ও ব্যাপক পদক্ষেপ নিতে জোরালো আহ্বান জানাচ্ছে সংস্থাটি।
গতকাল বুধবার ডব্লিউএইচওর প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেন, ‘আমরা সতর্কঘণ্টা জোরে ও স্পষ্ট করে বাজিয়ে চলছি।’
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাদুর্ভাব ঘটা এই করোনাভাইরাস ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এ ভাইরাস যুক্তরাষ্ট্র ছাড়াও বলিভিয়া, হন্ডুরাস, তুরস্কের মতো নতুন দেশে ছড়িয়েছে। ইন্দোনেশিয়া, বুলগেরিয়া ও সুইডেনে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছে। জন হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ৬৬ হাজারের বেশি মানুষ। করোনাভাইরাসের বৈশ্বিক পরিস্থিতি দেখে নিন:
ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র সব ধরনের ভ্রমণ পরবর্তী ৩০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্র: করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়ে গেছে। শুধু নিউইয়র্কেই এমন মানুষের সংখ্যা এখন পর্যন্ত ১৭০। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কাছের একটি শহরতলিতে ১০ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ছিল একজন। ১০ দিনের ব্যবধানে সেখানে আক্রান্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
এ কারণে হোয়াইট হাউস থেকে বারবার আশ্বস্ত করা সত্ত্বেও করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র সব ধরনের ভ্রমণ পরবর্তী ৩০ দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে স্থানীয় সময় গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। কাল শুক্রবার থেকে এই ঘোষণা কার্যকর হবে। যুক্তরাজ্যের বেলায় এ ঘোষণা কার্যকর হবে না। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলায় শিক্ষকেরা সরাসরি শিক্ষা দিতে চাইছেন না। তাই পাঁচ দিনের মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তল্পিতল্পা গোছাতে বলা হয়েছে। কেমব্রিজ, ম্যাসাচুসেটস থেকেও শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টার শেষ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে যেতে নিষেধ করা হয়েছে। এর পরিবর্তে অনলাইন ক্লাসে যেতে বলা হয়েছে।
ইতালিজুড়ে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।
ইতালি: করোনাভাইরাস ছড়ানোর পর থেকে এক দিনে সর্বোচ্চসংখ্যক মৃত্যুর হার বাড়ার রেকর্ড হয়েছে ইতালিতে। করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় ইতালিতে কোয়ারেন্টাইন–সংশ্লিষ্ট পদক্ষেপ আরও কঠোর করা হয়েছে। বর্তমানে দেশজুড়ে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। জীবিকা বা পারিবারিক জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জিসেপ্পে কন্তে গতকাল ঘোষণা দিয়েছেন, সুপারমার্কেট, খাবার ও ওষুধের দোকানের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া সবকিছু বন্ধ থাকবে।
ডেনমার্ক: প্রধানমন্ত্রী বলেছেন, করোনা মোকাবিলায় দেশটির সব স্কুল, বিশ্ববিদ্যালয় ও ডে কেয়ার সুবিধাগুলো বন্ধ থাকবে। কাল শুক্রবার থেকে জরুরি কর্মী ছাড়া সব কর্মীকে বাড়িতে থাকতে হবে।
ফ্রান্সে দ্রুত করোনায় আক্রান্ত রোগী বাড়ছে।
ফ্রান্স: দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ দেশটিতে করোনাভাইরাসে নতুন করে ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এ নিয়ে দেশটিতে মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪৮। এ ছাড়া দেশটিতে দ্রুত করোনায় আক্রান্ত রোগী বাড়ছে। এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওলিভিয়ার ভেরান আরও দুটি অঞ্চলকে উপদ্রুত অঞ্চল বলে ঘোষণা দিয়েছেন। দেশটিতে করোনায় আক্রান্ত রোগী বেড়ে ২ হাজার ২৮১–তে পৌঁছেছে। নতুন করে ৪৯৭ জন আক্রান্ত হয়েছেন।
ইরানে করোনায় প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।
ইরান: দেশটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও অন্য দুজন কেবিনেট সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ফারস নিউজ। এ ছাড়া দেশটির ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরিকে জনসমক্ষে দেখা যাচ্ছে না বলে ধারণা করা হচ্ছে, তাঁরও করোনা সংক্রমণ ঘটেছে।
গুয়েতেমালা: মধ্য আমেরিকার দেশটির স্বাস্থ্যমন্ত্রী হুগো মনরয় বলেন, তাঁর দেশ করোনাভাইরাস ঠেকাতে ইউরোপের সব নাগরিকের ঢোকা বন্ধ করে দেবে। তবে গুয়েতেমালায় এখনো করোনাভাইরাসে সংক্রমিত রোগী পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার থেকে দেশটিতে ইউরোপিয়ান নাগরিকদের ঢোকা বন্ধ।
করোনা ঠেকাতে নানা ব্যবস্থা নিচ্ছে রাশিয়া।
রাশিয়া: এ দেশে ইতালি, জার্মানি, ফ্রান্স ও স্পেনের সব ধরনের ফ্লাইট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ইতালিয়ান নাগরিকদের সব ধরনের ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে দেশটি। রাশিয়ায় করোনায় আক্রান্ত রোগী ২০ থেকে বেড়ে ২৮ জন হয়েছে। এর আগে ইতালিতে ভ্রমণ করা নাগরিকদের মধ্যে ওই রোগ পাওয়া গেছে।
ভারত সব ধরনের টুরিস্ট ভিসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ভারত: সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাস ঠেকাতে সব ধরনের ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, কূটনৈতিক ভিসা ছাড়া সব ধরনের ভিসা কার্যক্রম ১৫ এপ্রিল পর্যন্ত থাকবে। ১৩ মার্চ থেকে এ ঘোষণা কার্যকর হবে।
লেবানন: করোনায় আক্রান্ত ইতালি, দক্ষিণ কোরিয়া, চীন ও ইরানের সব ধরনের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এর বাইরে দেশটিতে ফ্রান্স, মিসর, সিরিয়া, ইরাক, স্পেন, যুক্তরাজ্য, জার্মানির কোনো নাগরিক ঢুকতে পারবেন না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব।
করোনার সংক্রমণ ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে কুয়েত।
কুয়েত: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত করোনা সংক্রমণের ভয়ে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোয় সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করেছে। শুক্রবার থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ ছাড়া দেশটিতে ১২ থেকে ২৬ মার্চ পর্যন্ত জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় জরুরি সেবা চালু থাকলেও নাগরিকদের রেস্তোরাঁ, ক্যাফেতে যেতে নিষেধ করা হয়েছে।
সুইডেন: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুইডেনে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। গত জানুয়ারি মাসের শেষ দিকে দেশটিতে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ৪৬০ জন রোগীর সন্ধান পাওয়া গেছে।
কাতার: দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৮ থেকে বেড়ে ২৬২ হয়েছে। নতুন করে যে ২৩৮ জন আক্রান্ত হয়েছেন, সবাই বিদেশি এবং করোনায় আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন।
আইভরি কোস্ট: এ দেশেও ছড়িয়েছে করোনাভাইরাস। দেশটিতে প্রথমবারের মতো ৪৫ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ওই ব্যক্তি সম্প্রতি ইতালি সফর করেছিলেন।
বুলগেরিয়া: দেশটিতে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার মারাত্মক নিউমোনিয়া আক্রান্ত হলে ৬৬ বছর বয়সী ওই নারীকে সোফিয়াতে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তাঁকে নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত ছয়জন রোগী পাওয়া গেছে।
মাল্টা: ইউরোপের দেশগুলো থেকে মাল্টায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জার্মানি, ফ্রান্স, স্পেন ও সুইজারল্যান্ড থেকে আসা নাগরিকদের দেশটিতে ঢুকতে দেওয়া হবে না। গত সোমবার ইতালিকেও এ তালিকায় ফেলে দেশটি।
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কয়েক শ।
যুক্তরাজ্য: জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডোরিস দেশটির প্রথম এমপি, যিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর ফলে ওয়েস্টমিনস্টার, এমনকি ডাউনিং স্ট্রিটেও এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ, গত সপ্তাহেই ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত একটি অভ্যর্থনায় তিনি অংশ নিয়েছিলেন, যাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসনও। দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৫৬–তে পৌঁছেছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন।
স্পেন: করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় স্পেনের সম্পদশালী অঞ্চল কাতালোনিয়ায় বড় ধরনের জনসমাগমের সীমারেখা নির্ধারণ করে দেওয়া হয়েছে। গতকাল আঞ্চলিক নেতা কুইম টোরা এ কথা জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক নেতা টোরা আরও বলেন, কাতালোনিয়ায় এক হাজারের বেশি লোকের অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো। এ ছাড়া সব খেলা দর্শনার্থী ছাড়াই অনুষ্ঠিত হবে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত কাতালোনিয়ায় ১২৪ জন সংক্রমিত হয়েছে।
কানাডা: করোনাভাইরাস মোকাবিলায় ৭৩ কোটি মার্কিন ডলার খরচ করার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটিতে করোনায় আক্রান্ত রোগী বাড়তে থাকায় স্বাস্থ্যকর্মীদের জন্য করোনা মোকাবিলায় এক বিলিয়ন কানাডিয়ান ডলার তহবিলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটিতে একজন মারা গেছেন ও ৯১ জন চিকিৎসা নিয়েছেন।
ফিলিপাইন: দেশটিতে নতুন করে ১৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯।
জার্মান সরকারের আশঙ্কা, দেশটির ৬০ থেকে ৭০ শতাংশ নাগরিক এই ভাইরাসে আক্রান্ত হতে পারে।
জার্মানি: ইউরোপের দেশগুলোতে ব্যাপক হারে রোগী বাড়ছে। এ ছাড়া মৃত মানুষের সংখ্যাও বাড়ছে এ দেশগুলোয়। এ পরিস্থিতিতে স্পেন নতুন কোয়ারেন্টাইন পদক্ষেপ ঘোষণা করেছে। এর ফলে শুধু মাদ্রিদের ১৫ লাখের বেশি শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত হবে বলে ধারণা করা হচ্ছে। আর জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, তাঁর সরকার আশঙ্কা করছে, দেশটির ৬০ থেকে ৭০ শতাংশ নাগরিক এ ভাইরাসে আক্রান্ত হতে পারে। জার্মানিতে প্রায় ২৪ ঘণ্টার ব্যবধানে রোগী বেড়েছে ৩৬১ জন। এ নিয়ে দেশটিতে রোগীর সংখ্যা ১ হাজার ৬২২। এ পর্যন্ত মারা গেছেন তিনজন। এ পরিস্থিতিতে নতুন সতর্কবার্তা দিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তিনি বলেছেন, তাঁর সরকার আশঙ্কা করছে, দেশটির ৬০ থেকে ৭০ শতাংশ নাগরিক এ ভাইরাসে আক্রান্ত হতে পারে।
দক্ষিণ আফ্রিকা: নতুন করে ছয়জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত মানুষের সংখ্যা ১৩–তে পৌঁছাল। রোগীদের মধ্যে ইতালি, জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, তুরস্ক, পর্তুগাল ভ্রমণকারী।
ইসরায়েল: নতুন করে আটজন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৬ জনে পৌঁছেছে। কোথাও দুই হাজার জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে দেশটিতে।
পোল্যান্ড: দেশটিতে করোনাভাইরাস সংক্রমণের ভয়ে সোমবার থেকে সব স্কুল বন্ধ করে দেওয়ার কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী। স্কুল ছাড়াও বিশ্ববিদ্যালয়, মিউজিয়াম ও সিনেমাহল বন্ধ থাকবে।
চীন: হুবেই প্রদেশে ভ্রমণনিষেধাজ্ঞা কিছুটা শিথিল হয়েছে। সেখানকার কিছু কারখানায় কাজ শুরু হচ্ছে। এখানেই করোনার উৎপত্তি হয়েছিল।
ইউক্রেন: দেশটিতে এখন পর্যন্ত একজন রোগী ধরা পড়েছে। এরপরই গতকাল দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী তিন সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। দেশটির সব সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
দক্ষিণ কোরিয়া: দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে নতুন করে ২৪২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে ৭ হাজার ৭৫৫ জন রোগী শনাক্ত হয়েছেন।
পানামা: দেশটিতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। গত মঙ্গলবার দেশটিতে প্রথম করোনা রোগীর মৃত্যুর ঘটনায় মধ্য আমেরিকায় করোনার প্রথম থাবা বসল।
প্রতিষ্ঠান
উবার: করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করার কথা জানিয়েছে উবার টেকনোলজিস। স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, যাঁরা করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হবেন বা করোনাভাইরাসে আক্রান্ত কারও সংস্পর্শে আকার বিষয়ে প্রমাণ মিলবে, তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেবে উবার। ইতিমধ্যে কয়েকটি দেশে এ ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি।
গুগল: করোনাভাইরাসের সম্ভাব্য বিস্তার কমাতে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট তার উত্তর আমেরিকার কর্মীদের ঘরে থেকে কাজ করতে বলেছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যালফাবেট গত সপ্তাহে কর্মীদের একটি স্মারক পাঠিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের কর্মীদের ঘরে থেকেই কাজ করতে পরামর্শ দেওয়া হয়েছে। এখন প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র ও কানাডার ১১টি অফিসের প্রায় এক লাখ কর্মীকে ঘরে থেকে কাজ করার অনুরোধ করেছে।
ফেসবুক: ফেসবুকের কয়েকজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কয়েকটি দেশে কার্যালয় বন্ধ করে দিয়েছে ফেসবুক। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের লন্ডন ও সিঙ্গাপুর অফিস ভালোভাবে পরিষ্কার করার জন্য বন্ধ করা হচ্ছে।
Leave a Reply