স্নাতক পাস করে সঙ্গীতকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ভালোই চলছিলো। কিন্তু করোনা ভাইরাস সব পাল্টে দিলো। স্টেজ থেকে পথে বসালো এই শিল্পিকে। শিল্পীর নাম নিলিশা বসাক। কলকাতাসহ ভারতের বিভিন্ন জেলায় মেলা, জলসা, সেমিনারে গান গাইতেন তিনি। বেশ পরিচিত পেয়েছিলেন। করোনা ভাইরাসের কারণে এখন সব অনুষ্ঠান বন্ধ। তাই সংসার চালাতে ফুটপাতে বসেছেন নিলিশা। সামনে দুধ, পাউরুটি, কুকিজ, বিস্কুটের সমাহার। দুই দাদার সহযোগিতায়, নিজের ব্যাঙ্কে থাকা সঞ্চয় ভাঙিয়ে নিলিশা এখন পুরোদস্তুর দোকানদার। প্রতিদিন সকাল ৬টায় হাতিবাগান হরি ঘোষ স্ট্রিটে ট্রাম লাইনের পাশে ফুটপাতে বসেন তিনি। আপাতত পাল্টে যাওয়া জীবনে এটাই এখন তার পেশা। সূত্র: জিনিউজ
Leave a Reply