জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে সিলেটের এমসি কলেজে গণধর্ষনের ঘটনায় ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে, সভাটি যৌথভাবে পরিচালনা করেন, সহ-সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রশিদ আহমদ। এতে বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক ট্রাষ্টি, চিকিৎসক ও শহীদ মুক্তিযুদ্ধার সন্তান ডা: জিয়া উদ্দিন আহমদ, ঢাকা জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সি এম তোফায়েল সামী, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট শেখ আক্তারুল ইসলাম,সহ-সভাপতি আব্দুল মজিদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন কানাডার সভাপতি দেবব্রত দে তমাল, ফ্রান্স জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি হেনু মিয়া, ইটালী জালালাবাদ এসোসিয়েশন সভাপতি ওলি উদ্দিন শামীম, ইংল্যান্ড জালালাবাদ কমিউনিটি এক্টিভিষ্ট এ কে এম ফুয়াদ, সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ট্রাষ্টি বোড সদস্য আব্দুস সালাম, এডভোকেট নাসির উদ্দিন, সাবেক ট্রাষ্টি মনজুর আহমদ চৌধুরী, আব্দুল হাসিম হাসনু, বাংলাদেশ সোসাইটি বোর্ড অব ট্রাষ্টি আজিমুর রহমান বোরহান, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকি, সাবেক সাধারণ সম্পাদক জুনেদ এ খান, জিল্লুর আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সম্পাদক শেখ আতিকুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশন ইতালী প্রচার সম্পাদক মিনহাজ হোসেন, হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি দেওয়ান বজলু চৌধুরী, হবিগঞ্জ জেলা কল্যান সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, মৌলভীবাজার জেলা কল্যান সমিতির সাবেক সভাপতি সৈয়দ জুবায়ের আলী, মৌলভীবাজার ডিস্টিক্ট সোসাইটির সভাপতি সোহাদ আহমদ টুটুল, মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতির সভাপতি ফজলুর রহমান, সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের সভাপতি জুনেদ চৌধুরী, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল, জাতীয় পার্টির প্রবীন রাজনীতিবিদ লূৎফুর রহমান চৌধুরী হেলাল, ফোবনার সাবেক কনভেনর এমাদ চৌধুরী, এম সি ও সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি বেলাল উদ্দিন, সহ-সভাপতি সফিক চৌধুরী, নির্বাচন কমিশনার এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, প্রথম আলো পত্রিকার আবাসিক প্রতিনিধি ইব্রাহিম চৌধুরী খোকন, সাংবাদিক ইসতিয়াক রুপু, সিলেট সদর সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সৈয়দ গৌছুল হোসেন, গ্রেটার জৈন্তা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রশিদ আহমদ, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সহ-সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, নিউজার্সির বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট কামরুল হাদী, কমিউনিটি এক্টিভিষ্ট শাহাব উদ্দিন চৌধুরী, ময়েজ উদ্দিন, হাফিজ শাহবাজ আহমদ, চৌধুরী মোমিত তানিম ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ-সভাপতি জুসেফ চৌধুরী, মনজুর চৌধুরী জগলু, সহ-সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ ও কার্যকরী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা কল্যান সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। বক্তারা, ধর্ষনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
Leave a Reply